আমার যদি, এক মুঠো ভালোবাসা থাকত,
তা, আমি সবাইকে বিলিয়ে দিতুম,
এমন ভাবে, যেন কেউ কম না পায়,
এমন ভাবে, যেন কেউ বেশিও না পায়।
আমার যদি, এক ফোঁটা অশ্রু থাকত,
বাস্তাতব, তা আমি ছিঁটে -ফোঁটাও কাউকে দিতুম না,
কেননা, অশ্রু শুধু আমার শখা।
আমি লেলিনের মত স্বপ্ন দেখতে পারিনা,
আমি সক্রেটিস্ এর মত কথা সাজাতে পারিনা,
আমি বে-উনিট এ কাউকে খুঁচিয়ে মারতে পারিনা।
বলি বলি করে, গলির পার থেকে,
বার বার ফিরে এসেছি।
তবু বলতে পারিনি,
বলার কিচ্ছু থাকলে ,
চলার পথে বলে দিও।
সত্যি বলছি, আমার জন্য একটু ভালবাসা রাখব না।
