কৃষকদের মাঝে সহজ সর্তে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করার লক্ষে বর্ধিত সভার আয়জন করা হয়। ঋণ বিতরণ কার্যক্রম এর সময় উপস্থিত ছিলেন অত্র সংস্থার সভাপতি জনাব মোঃ হাফিজর রহমান , অত্র সংস্থার ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সাজ্জাদ বিন হাফিজ। আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা - কর্মচারী গণ ও এলকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ এবং অত্র সংস্থার সদস্য ও এলাকাবাসী।
An extended meeting was organized to start the loan disbursement program among the farmers. Mr. Md. Hafizur Rahman, Managing Director of the organization, Mr. Md. Sajjad Bin Hafiz, was present during the loan distribution program. The officers and employees of the organization and dignitaries of Elka and the members and residents of the organization were also present.